IFB circular 2025: ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025

ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: ৪৩ পদে ৪১৯ জনের চাকরির সুযোগ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন ২০২৫ সালের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে রাজস্বখাতভুক্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা হয়েছে। মোট ৪৩টি পদে ৪১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) নিয়োগ ২০২৫: একনজরে

  • প্রতিষ্ঠানের নাম: ইসলামিক ফাউন্ডেশন
  • মন্ত্রণালয়: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৭ জুলাই ২০২৫
  • মোট পদ সংখ্যা: ৪১৯ টি
  • আবেদন শুরুর তারিখ ও সময়: ৩০ জুলাই ২০২৫, সকাল ১০:০০ ঘটিকা
  • আবেদনের শেষ তারিখ ও সময়: ২৬ আগস্ট ২০২৫, বিকাল ০৫:০০ ঘটিকা
  • আবেদন ওয়েবসাইট: http://ifb.teletalk.com.bd

পদের নাম ও বিস্তারিত বিবরণ

নিচে পদসমূহের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, বয়সসীমা এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ দেওয়া হলো

ক্রমিক নংপদের নাম ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)বয়সপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১.ফার্মাসিস্ট (গ্রেড-১১: ১২৫০০-৩০২৩০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৯ (নয়) স্থায়ী পদস্নাতক ডিগ্রী বা সমমানের মাদ্রাসা ডিগ্রীসহ ফার্মাসিষ্ট ডিপ্লোমা।
২.হোমিওপ্যাথ (গ্রেড-১১: ১২৫০০-৩০২৩০/-)অনূর্ধ্ব ৩২ বছর০২ (দুই) স্থায়ী পদBangladesh Homeopathic Practitioners Ordinance, 1983-এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনষ্টিটিউশন কর্তৃক প্রদত্ত ডিগ্রী বা ডিপ্লোমা।
৩.লাইব্রেরী সহকারী (গ্রেড-১১: ১২৫০০-৩০২৩০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৩ (তিন) স্থায়ী পদফাজিল অথবা কামিলসহ লাইব্রেরী সাইন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
৪.রেফারেন্স সহকারী (গ্রেড-১১: ১২৫০০-৩০২৩০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদফাজিল অথবা কামিলসহ লাইব্রেরী সাইন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে ৩(তিন) বৎসরের অভিজ্ঞতা।
৫.লাইনো মেশিনম্যান (গ্রেড-১১: ১২৫০০-৩০২৩০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ।
৬.হোমিও কম্পাউন্ডার (ইসলামিক মিশন) (গ্রেড-১২: ১১৩০০-২৭৩০০/-)অনূর্ধ্ব ৩২ বছর১৪ (চৌদ্দ) স্থায়ী পদBangladesh Homeopathic Practitioners Ordinance, 1983-এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনষ্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমাসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশ।
৭.লেডী ফার্মাসিস্ট (গ্রেড-১২: ১১৩০০-২৭৩০০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৮ (আট) স্থায়ী পদউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশসহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
৮.স্টেনোগ্রাফার (গ্রেড-১৩: ১১০০০-২৬৫৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদ(ক) উচ্চ মাধ্যমিক বা আলীম পাশ। (খ) সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজী ও বাংলায় যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি। (গ) টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজী ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি।
৯.হিসাবরক্ষক (গ্রেড-১৩: ১১০০০-২৬৫৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর৩২ (বত্রিশ) স্থায়ী পদবাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রীসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩(তিন) বৎসরের অভিজ্ঞতা।
১০.কেয়ারটেকার (ইপ্রএ) (গ্রেড-১৩: ১১০০০-২৬৫৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০২ (দুই) অস্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রী বা সমমানের মাদ্রাসা ডিগ্রী।
১১.প্রশিক্ষণ সহকারী (গ্রেড-১৩: ১১০০০-২৬৫৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৬ (ছয়) অস্থায়ী পদক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রী বা সমমানের মাদ্রাসা ডিগ্রী; খ) সরকারী, আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫ বৎসরের চাকুরীর অভিজ্ঞাতা; গ) দ্বীনি শিক্ষায় শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
১২.অপারেটর (গ্রেড-১৩: ১১০০০-২৬৫৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০২ (দুই) স্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩(তিন) বৎসরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ।
১৩.মেশিনম্যান (গ্রেড-১৩: ১১০০০-২৬৫৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৫ (পাঁচ) স্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ।
১৪.মনোকাস্টার (গ্রেড-১৩: ১১০০০-২৬৫৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ।
১৫.ল্যাবরেটরী টেকনিশিয়ান (গ্রেড-১৪: ১০২০০-২৪৬৮০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৫ (পাঁচ) স্থায়ী পদউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশসহ ল্যাবরেটরী টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট।
১৬.মুয়াজ্জিন (গ্রেড-১৪: ১০২০০-২৪৬৮০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ আলীম বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ ইলমে ক্বিরাতে সার্টিফিকেট।
১৭.লেদ মেকার (গ্রেড-১৪: ১০২০০-২৪৬৮০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ।
১৮.ব্লক মেকার (গ্রেড-১৪: ১০২০০-২৪৬৮০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ।
১৯.সিকিউরিটি সুপারভাইজার (গ্রেড-১৪: ১০২০০-২৪৬৮০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ এবং সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
২০.স্টোর কিপার (গ্রেড-১৫: ৯৭০০-২৩৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৩ (তিন) অস্থায়ী পদ-০২, স্থায়ী পদ-০১সংশ্লিষ্ট ক্ষেত্রে ২(দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতাসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশ।
২১.বিক্রয় সহকারী (গ্রেড-১৫: ৯৭০০-২৩৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর১৬(ষোল) স্থায়ী পদউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশ।
২২.ড্রাইভার (গ্রেড-১৫: ৯৭০০-২৩৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৪ (চার) স্থায়ী পদঅষ্টম শ্রেণী পাশসহ ভারী ও হালকা মোটরযান চালনায় বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
২৩.কম্পোজিটর (গ্রেড-১৫: ৯৭০০-২৩৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৮ (আট) স্থায়ী পদমাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাশসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে।
২৪.মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর (গ্রেড-১৫: ৯৭০০-২৩৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ ৮ম শ্রেণী পাশ বা মাদ্রাসা বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা।
২৫.বেইজম্যান (গ্রেড-১৫: ৯৭০০-২৩৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০২ (দুই) স্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ ৮ম শ্রেণী পাশ বা সমমানের মাদ্রাসা শিক্ষা।
২৬.কম্পাউন্ডার (হোমিও) (গ্রেড-১৫: ৯৭০০-২৩৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশসহ Bangladesh Homeopathic Practitioners Ordinance, 1983 এর অধীন স্বীকৃত কোন হোমিওপ্যাথিক ইনষ্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট।
২৭.স্যানিটারী ইন্সপেক্টর (গ্রেড-১৫: ৯৭০০-২৩৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোন প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সধারী হতে হবে।
২৮.হিসাব সহকারী (গ্রেড-১৬: ৯৩০০-২২৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর১১ (এগারো) স্থায়ী পদউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪(চার) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২৯.অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬: ৯৩০০-২২৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর)৭৪ (চুয়াত্তর) অস্থায়ী-০৪, স্থায়ী-৭০উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশ। প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় ২০ এবং ইংরেজীতে ২৮ শব্দের গতি। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৪০ (চল্লিশ) বছর।
৩০.রেকর্ড এবং ডেসপাশ সহকারী (গ্রেড-১৬: ৯৩০০-২২৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০২ (দুই) স্থায়ী পদমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ।
৩১.এল.ডি.এ কাম হিসাব সহকারী (গ্রেড-১৬: ৯৩০০-২২৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদবাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশ।
৩২.রেন্ট কালেক্টর (গ্রেড-১৬: ৯৩০০-২২৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশ।
৩৩.প্রুফ রিডার (প্রেস) (গ্রেড-১৬: ৯৩০০-২২৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৩ (তিন) স্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশ।
৩৪.এপ্রেনটিস (প্রেস) (গ্রেড-১৬: ৯৩০০-২২৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৪ (চার) স্থায়ী পদঅষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা (উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে)।
৩৫.ইলেকট্রিশিয়ান (গ্রেড-১৬: ৯৩০০-২২৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০২ (দুই) স্থায়ী পদস্বীকৃত ইলেট্রিক্যাল ফার্মে ৩(তিন) বৎসরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ এবং ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে বি, সি লাইসেন্সধারী।
৩৬.খাদেম (গ্রেড-১৬: ৯৩০০-২২৪৯০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৮ (আট) স্থায়ী পদআলীম পাশ।
৩৭.অডিও ভিজ্যুয়েল অপারেটর (গ্রেড-১৮: ৮৮০০-২১৩১০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৫ (পাঁচ) অস্থায়ী পদমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশসহ প্রজেক্টর পরিচালনায় এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
৩৮.মেস ক্লিনার (গ্রেড-১৯: ৮৫০০-২০৫ ৭০/-)অনূর্ধ্ব ৩২ বছর০১ (এক) স্থায়ী পদঅষ্টম শ্রেণি পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা।
৩৯.অফিস সহায়ক (গ্রেড-২০: ৮২৫০-২০০১০/-)অনূর্ধ্ব ৩২ বছর৮৫ (পচাঁশি) অস্থায়ী-০২, স্থায়ী-৮৩অষ্টম শ্রেণি পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা।
৪০.নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০: ৮২৫০-২০০১০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৯ (নয়) স্থায়ী পদঅষ্টম শ্রেণি পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা। সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেয়া হবে।
৪১.পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০: ৮২৫০-২০০১০/-)অনূর্ধ্ব ৩২ বছর১২ (বারো) স্থায়ী পদঅষ্টম শ্রেণি পাশ। ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৪২.বাবুর্চি (গ্রেড-২০: ৮২৫০-২০০১০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৭ (সাত) স্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে।
৪৩.সহকারী বাবুর্চি (গ্রেড-২০: ৮২৫০-২০০১০/-)অনূর্ধ্ব ৩২ বছর০৬ (ছয়) স্থায়ী পদসংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে।

আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী

আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য নিম্নোক্ত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

আবেদনের যোগ্যতা:

  • বয়সসীমা: ১ জুলাই ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বৎসরের মধ্যে হতে হবে।
  • জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
  • বিভাগীয় প্রার্থী: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

অনলাইন আবেদন পদ্ধতি: ১. প্রথমে http://ifb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ২. অনলাইনে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। ৩. আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ পিক্সেল, সাইজ সর্বোচ্চ ১০০ KB) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ পিক্সেল, সাইজ সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ৪. আবেদনপত্র Submit করার পর একটি Applicant’s Copy পাওয়া যাবে, যা প্রার্থীকে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি জমাদান: অনলাইনে আবেদনপত্র পূরণের পর ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।

  • ক্রমিক নং ০১ থেকে ০৭ পদের জন্য: আবেদন ফি ১৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১৮/- টাকাসহ মোট ১৬৮/- টাকা।
  • ক্রমিক নং ০৮ থেকে ৩৬ পদের জন্য: আবেদন ফি ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।
  • ক্রমিক নং ৩৭ থেকে ৪৩ পদের জন্য: আবেদন ফি ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।
  • অনগ্রসর প্রার্থী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল পদের জন্য পরীক্ষার ফি ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা জমা দিতে হবে।

SMS প্রেরণের নিয়মাবলী:

  • প্রথম SMS:IFB <Space> User ID লিখে 16222 নম্বরে প্রেরণ করতে হবে।
    • উদাহরণ: IFB ABCDEF
  • দ্বিতীয় SMS:IFB <Space> Yes <Space> PIN লিখে 16222 নম্বরে প্রেরণ করতে হবে।
    • উদাহরণ: IFB Yes 12345678

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের মূলকপি ও সত্যায়িত কপি জমা দিতে হবে:

  • জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত কপি।
  • বাছাই/লিখিত/ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্রের কপি।
  • সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
  • নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি।
  • সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি এবং সত্যায়িত কপি।
  • মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ ও প্রমাণপত্র।
  • শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রদত্ত পরিচয়পত্র/সনদের সত্যায়িত কপি।

বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট www.islamicfoundation.gov.bd-এ পাওয়া যাবে।

Leave a Comment