
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট: আপনার সরকারি চাকরির স্বপ্নপূরণের নতুন দিগন্ত ২০২৫!
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫! সরকারি চাকরির স্বপ্নপূরণে এখনই আবেদন করুন। পদ, যোগ্যতা, ফি ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জানুন। National Youth Development job circular 2025
আবেদনের শেষ তারিখ কিন্তু খুব বেশি দূরে নয়! আগ্রহী প্রার্থীদের আগামী ২১ আগস্ট ২০২৫, বিকাল ০৫:০০ টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে. আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ জুলাই ২০২৫, সকাল ১০:০০ টা থেকে. সময় হাতে থাকতে এখনই আবেদন করে ফেলুন!
আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনে (https://niyd.teletalk.com.bd) আবেদন গ্রহণ করা হবে. অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না.
এক নজরে গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য:
- অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়: ২৩ জুলাই ২০২৫, সকাল ১০:০০ টা
- অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ২১ আগস্ট ২০২৫, বিকাল ০৫:০০ টা
- User ID প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দেওয়ার সুযোগ:
যুব উন্নয়ন এ আবেদনের সাধারণ শর্তাবলী:
- জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে.
- বয়স সীমা: ২৩ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে. বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়.
- আবেদন সংখ্যা: একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন.
- অন্যান্য শর্ত: নিয়োগের ক্ষেত্রে কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা/পরিপত্র/গেজেট অনুসরণ করা হবে. নিয়োগকৃত কর্মকর্তার চাকুরি “জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কর্মচারী প্রবিধানমালা ২০২১” দ্বারা নিয়ন্ত্রিত হবে। তবে যে সকল বিষয় বিধিমালায় উল্লেখ নেই সেক্ষেত্রে চাকুরি সংক্রান্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য আইন/বিধি প্রযোজ্য হবে. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে.
- অসম্পূর্ণ/ভুল আবেদন: প্রার্থী কর্তৃক দাখিলকৃত সনদপত্র/কাগজপত্র/প্রদত্ত কোন তথ্য অসত্য প্রমাণিত হলে যে কোনো পর্যায়ে আবেদন বাতিল হবে. চাকুরী প্রাপ্তির পরও যে কোন পর্যায় সনদপত্র/প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হলে তাঁকে চাকুরি থেকে তাৎক্ষণিক ভাবে বরখাস্ত করা হবে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে. অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে.
পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা (সংক্ষেপে):
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মোট ১১টি ভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে. প্রতিটি পদের জন্য সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী রয়েছে. নিচে কিছু প্রধান পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো:
পদের নাম | শূন্য পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) |
সহকারী পরিচালক (গ্রেড-৯ম) | ০২টি | ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা, খ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রি; অথবা, গ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ- তে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। |
ইন্সট্রাক্টর (ফিশারিজ) (গ্রেড-১০ম) | ০১টি | ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণি/ সমমানের সিজিপিএ-তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা, খ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে সংশ্লিষ্ট বিষয়ে ৪(চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি: অথবা, গ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪(চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা এবং ঘ) সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন। |
ইন্সট্রাক্টর (আইসিটি) (গ্রেড-১০ম) | ০১টি | ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণি/ সমমানের সিজিপিএ-তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা, খ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে সংশ্লিষ্ট বিষয়ে ৪(চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি; অথবা, গ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪(চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা এবং ঘ) সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন। |
উপসহকারী প্রকৌশলী (গ্রেড-১০ম) | ০১টি | কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে পুরকৌশল বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি। |
হিসাবরক্ষক (গ্রেড-১৪) | ০২টি | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্য বা ব্যাবসায় শিক্ষা বিভাগে স্নাতক(সম্মান) ডিগ্রি। হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম ০৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। |
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) | ০১টি | ক) স্বীকৃত বোর্ড হইতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ; খ) সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন; গ) কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজীতে সর্বনিম্ন ৩০ শব্দের গতি। |
অফিস সহায়ক (গ্রেড-২০) | ০১টি | কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
আবেদন ফি এবং পেমেন্ট পদ্ধতি:
অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা প্রার্থী একটি user ID, ছবি এবং স্বাক্ষর যুক্ত একটি Applicant’s copy পাবেন। এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk prepaid মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি SMS করে পরীক্ষার ফি জমা দিবেন।
- ১-৭ নং ক্রমিকের পদের ক্ষেত্রে (গ্রেড ৯-১০): পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২০০ (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিজ চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩ (তেইশ) টাকাসহ মোট ২২৩ (দুইশত তেইশ) টাকা।
- ৮-১০ নং ক্রমিকের পদের ক্ষেত্রে (গ্রেড ১৪-১৬): পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১০০ (একশত টাকা) ও Teletalk এর সার্ভিজ চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২ (বারো) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২ (একশত বারো) টাকা।
- ১১ নং ক্রমিকের পদের ক্ষেত্রে (গ্রেড ২০): পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিজ চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা।
- সকল গ্রেডের পদে অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থী) আবেদন ফি বাবদ: ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা।
SMS পাঠানোর নিয়মাবলী:
- প্রথম SMS:
NIYD<Space>User ID
লিখে ১৬২২২ নম্বরে পাঠান। (উদাহরণ:NIYD ABCDEF
) - দ্বিতীয় SMS:
NIYD<Space>Yes<Space>PIN
লিখে ১৬২২২ নম্বরে পাঠান। (উদাহরণ:NIYD YES 12345678
)
গুরুত্বপূর্ণ নির্দেশনা: অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পুরণ করে submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (অসম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে) থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়।
প্রবেশপত্র এবং অন্যান্য তথ্য:
- প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://www.niyd.teletalk.com.bd ওয়েবসেইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে।
- আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক ভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
- SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষার স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী পূর্বক রঙ্গিন করে নিবেন।
- প্রার্থী এবং প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
- নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে।
- User ID জানা থাকলে:
NIYD<Space>Help<Space>User<Space>User ID
লিখে ১৬২২২ নম্বরে পাঠান। - PIN Number জানা থাকলে:
NIYD<Space>Help<Space>PIN<Space>PIN No
লিখে ১৬২২২ নম্বরে পাঠান।
- User ID জানা থাকলে:
যোগাযোগ এবং সহায়তা:
Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক মোবাইল নম্বর থেকে ১২১ এ কল করুন। এছাড়াও www.govtjobcirulars.com ভিজিট করুন ।
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর ওয়েবসাইটে (www.niyd.gov.bd) হইতে জানা যাবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ করা হয়নি এমন যে কোন বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।