চাকরির খবর : গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ ২০২৫

গণযোগাযোগ অধিদপ্তর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ গণযোগাযোগ অধিদপ্তর সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত বিভিন্ন পদে (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণি) অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকরা এই সুযোগটি নিতে পারবেন। Mass Communication job circular 2025

আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৫, বিকাল ০৫:০০ টা। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০১ জুলাই ২০২৫, সকাল ১০:০০ টা থেকে। তাই, শেষ মুহূর্তের ভিড় এড়াতে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন!

আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। কোনো প্রকার সরাসরি বা ডাকযোগে পাঠানো আবেদনপত্র গৃহীত হবে না। আবেদন করতে ভিজিট করুন: https://mcd.teletalk.com.bd

সাধারণ যোগ্যতাসমূহ:

  • বয়স: ০১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সনদে উল্লেখিত জন্মতারিখের ভিত্তিতে বয়স যাচাই করা হবে; এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • নাগরিকত্ব: শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।
  • আবেদন সংখ্যা: একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
  • পূর্ণাঙ্গ আবেদন: অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

উল্লেখযোগ্য পদ এবং প্রয়োজনীয় যোগ্যতা:

প্রতিটি পদের জন্য সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী রয়েছে। নিচে কিছু প্রধান পদের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো, যা মোবাইল স্ক্রিনে সহজে দেখা যাবে:

পদের নামশূন্য পদশিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য
সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর০২ টিস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমানের ডিগ্রি; কম্পিউটার চালনায় দক্ষ; বাংলা সাঁটলিপি ৫০ শব্দ/মি., ইংরেজি সাঁটলিপি ৮০ শব্দ/মি.; বাংলা ও ইংরেজি টাইপিং ২৫ ও ৩০ শব্দ/মি. গতি।
ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী০৩ টিসংগীতে স্নাতক বা ডিপ্লোমা; সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা; সুমিষ্ট কণ্ঠের অধিকারী; গণজমায়েত/সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় সক্ষম; গানের মাধ্যমে কর্মসূচি প্রচারে অভিজ্ঞতা।
সাউন্ড মেকানিক০৪ টিস্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে ২ বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ; ইলেকট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অন্যূন ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
ড্রাইভার২২ টিমাধ্যমিক পাস; ভারী মোটরগাড়ি চালনার লাইসেন্স; ড্রাইভিং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ; গাড়ি চালনায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক৪০ টিউচ্চ মাধ্যমিক পাস; কম্পিউটার চালনায় দক্ষ; বাংলা ও ইংরেজি টাইপিং ২০ শব্দ/মি. গতি।
হিসাব সহকারী০২ টিবাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক পাস; কম্পিউটারের Microsoft Office এর MS Word, MS Excel ও Online এ বাস্তব কর্ম অভিজ্ঞতা।
ঘোষক১৮ টিউচ্চ মাধ্যমিক পাস; স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর; ঘোষণায় পারদর্শী; ঘোষণার বার্তা তৈরিতে দক্ষ; কম্পিউটার চালনায় দক্ষ।
স্টোর এ্যাসিসটেন্ট০২ টিউচ্চ মাধ্যমিক পাস; মোটরগাড়ি, মাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সরবরাহসহ স্টোরের হিসাব সংরক্ষণ কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা; কম্পিউটার চালনায় দক্ষ।
মোটর মেকানিক০১ টিমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পাস অথবা মাধ্যমিক পাসসহ ২ বছর মেয়াদি অটোমোবাইল/অটোমোটিভ ট্রেড কোর্সে উত্তীর্ণ; সরকারি বা প্রাইভেট মোটর কারখানায় মেরামত ও রক্ষণাবেক্ষণে কমপক্ষে ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
ফ্রুট প্লেয়ার০১ টিমাধ্যমিক পাস; গান বা সুরের তাল-লয় ও রাগ সম্পর্কে জ্ঞান; বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা।
সহকারী সাইন অপারেটর০১ টিমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পাস; বৈদ্যুতিক (এসি/ডিসি ২২০ ভোল্ট পর্যন্ত) কাজের অভিজ্ঞতা; টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা; জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা।
এপিএই অপারেটর২২ টিমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পাস; বৈদ্যুতিক (এসি/ডিসি ২২০ ভোল্ট পর্যন্ত) কাজের অভিজ্ঞতা; টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা; জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা।
অফিস সহায়ক৩৩ টিমাধ্যমিক পাস; সুস্বাস্থ্যের অধিকারী।
নিরাপত্তা প্রহরী২৬ টিমাধ্যমিক পাস; সুস্বাস্থ্যের অধিকারী।

আবেদন ফি এবং পেমেন্ট পদ্ধতি:

অনলাইনে আবেদনপত্র পূরণ ও ছবি-স্বাক্ষর আপলোড করার পর আপনি একটি User ID সহ Applicant’s Copy পাবেন। এই User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

  • গ্রেড ১৩-১৬ এর পদের জন্য (ক্রমিক নং ১-১০): মোট ১১২/- টাকা (ফি ১০০/- + সার্ভিস চার্জ ১২/-)।
  • গ্রেড ১৮-২০ এর পদের জন্য (ক্রমিক নং ১১-১৪): মোট ৫৬/- টাকা (ফি ৫০/- + সার্ভিস চার্জ ৬/-)।

এসএমএস পাঠানোর নিয়ম:

  • প্রথম SMS: MCD<Space>User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠান। (যেমন: MCD ABCDEFGH)
  • দ্বিতীয় SMS: MCD<Space>YES<Space>PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠান। (যেমন: MCD YES 12345678)

গুরুত্বপূর্ণ সতর্কতা: আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না।

প্রবেশপত্র এবং যোগাযোগ:

প্রবেশপত্র সংক্রান্ত সকল তথ্য গণযোগাযোগ অধিদপ্তরের ওয়েবসাইট (masscommunication.gov.bd) এবং টেলিটক ওয়েবসাইটে (mcd.teletalk.com.bd) জানানো হবে। যোগ্য প্রার্থীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও অবহিত করা হবে। তাই, আপনার দেওয়া মোবাইল নম্বরটি সবসময় সচল রাখুন এবং এসএমএস-এর নির্দেশনা অনুসরণ করুন।

চাকরিরত প্রার্থীদের জন্য:

সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র/অনাপত্তিপত্র (NOC) এর মূল কপি জমা দেওয়া বাধ্যতামূলক।

প্রয়োজনীয় কাগজপত্র (মৌখিক পরীক্ষার সময়):

ডাউনলোড করা Applicant’s Copy এবং Admit Card এর রঙিন প্রিন্ট কপি।

সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র।

স্থায়ী বাসিন্দা হিসাবে নাগরিকত্ব সনদ।

জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ।

পাসপোর্ট সাইজের রঙিন ৩ কপি সত্যায়িত ছবি।

প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী সনদ।

সরকারি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

কোনো সমস্যা হলে:

আবেদন করতে কোনো সমস্যা হলে (www.govtjobcirculars.com) মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

Leave a Comment